• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন মার্চে 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৫:৪২ পিএম
সুপ্রিম কোর্ট বারের নির্বাচন মার্চে 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আইন সমিতির কার্য নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ ও ১৬ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক সম্পাদক ও সিনিয়র অ্যাডভোকেট এ.ওয়াই. মসিউজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। 

এতে আরো বলা হয়, এছাড়া ১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠিত হবে।

এর আগে গত বছরের ১২ ও ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতিসহ ৮ পদে বিজয়ী হন। 

আর বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সম্পাদকসহ ৬টি পদে বিজয়ী হন। কিন্তু দায়িত্ব গ্রহণের আগে সভাপতি আব্দুল মতিন খসরু করোনা আক্রান্ত হয়ে মারা যান।

Link copied!